ব্যাট হাতে ফর্মে নেই একদমই। তবুও লিটন দাস আলোচনায় আছেন তার অধিনায়কত্ব দিয়ে।
এ সিরিজে বোলিংয়ে বদল, ফিল্ড প্লেসমেন্টে লিটনের সিদ্ধান্ত নজর কেড়েছে অনেকের। এজন্য প্রশংসায়ও ভাসছেন তিনি। তার নেতৃত্বে মুগ্ধ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অধিনায়ক লিটনের কিছু গুণও সামনে এনেছেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘অধিনায়কের কথা যদি বলেন অসাধারণ। গত বছর আমরা হয়ত কুমিল্লাতে লিটনকে অধিনায়ক প্রথমেই বানিয়েছিলাম। হয়ত এ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি যখন কোনো সিদ্ধান্ত নিই অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিই। কারণ একজন মানুষের চিন্তা-ভাবনা, খেলা সম্পর্ক ধারণা এবং খেলা সম্পর্কে কতটা দূরদর্শী এসব ভেবে কিন্তু আমি সিদ্ধান্ত নিই। আমার কাছে মনে হয়েছে সে অধিনায়ক হওয়ার মতো। ’
‘স্বাভাবিক যখন খেলা চলে তখন সে খেলার চেয়ে ৩-৪ ওভার এগিয়ে থাকে। একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ হচ্ছে খেলা থেকে এগিয়ে থাকে কি না, সে বুঝতে পারে কি না ঘটনা কী ঘটতেছে, দুই ওভার পরে কী ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় এটা ওর ভালো গুণ। আপনারাই দেখেছেন আমরা স্বল্প পুঁজিতে দুইটা ম্যাচ বের করছি এবং আজকেও যদি ফিল্ড সেটআপ থেকে শুরু করে বোলারদের ব্যবহার করা দেখেন বুঝবেন অধিনায়কত্বের জন্য তার অসাধারণ একটা গুণ আছে। ’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেছেন সালাউদ্দিনের দীর্ঘদিনের শিষ্য জাকের আলী অনিক। তিন ফরম্যাটেই দারুণ করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১২০ রান করেছেন জাকের। তাকে নিয়েও কথা বলেছেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘জাকেরকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার মনে হয় সে অনেক বুদ্ধিমান, সে সেভাবেই গড়ে উঠেছে। ঢাকা লিগ বলেন, বিপিএল বলেন সে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত এবং সে জানে কোন ভূমিকায় তাকে কীভাবে খেলতে হয়। ’
‘এটা তার নিজস্ব যোগ্যতায় হয়েছে, ওইভাবে চিন্তা করেই বড় হয়েছে এবং সে জানে কখন কী করতে হবে। এই ম্যাচুরিটিটা আমার মনে হয় আমাদের অন্যান্য ব্যাটারদের মাঝেও আসবে। এটা যদি বাকি সবার মাঝে আসে তাহলে আরও ভালো দল হবো আমরা। ’
বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমএইচবি/এএইচএস