ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটন নন, ঢাকার নেতৃত্ব পেলেন পেরেরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
লিটন নন, ঢাকার নেতৃত্ব পেলেন পেরেরা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা/ছবি: সংগৃহীত

অনুশীলনে বেশ চনমনেই দেখা গেল লিটন দাসকে। বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারও তিনি।

অধিনায়কত্বের ভার থাকবে তার কাঁধে, অনেকেই ভেবেছিলেন এমন। কিন্তু রোববার অনুশীলন শেষে ঢাকার সংবাদ সম্মেলনে এলেন থিসারা পেরেরা। তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো অধিনায়ক হিসেবে।

বিপিএলে বিদেশিরা থাকেন আসা-যাওয়ার ভেতরে। পেরেরাকে কি পুরো মৌসুম পাবে ঢাকা? সেটি জেনে নেওয়া হলো আগে। এরপর এলো অধিনায়কত্ব প্রসঙ্গও। শ্রীলঙ্কা থেকে যখন বিপিএলের পথ ধরেছিলেন, তখনও কি ভেবেছিলেন বাংলাদেশে এসে অধিনায়কত্ব করতে হবে তাকে?

তিনি বলেন, ‘এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়ক হওয়া দারুণ অনুভূতি। বিপিএলে আমি অনেকবার খেলেছি, এবারই প্রথম অধিনায়কের দায়িত্বে। তবে এটা আমার কাছে নতুন নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবারই অধিনায়কত্ব করেছি। এটা নতুন ফ্র্যাঞ্চাইজি, ভালো করতে মুখিয়ে আছি। ’ 

নেতৃত্ব পাওয়া প্রসঙ্গে পেরেরার জবাবটাও স্পষ্ট, ‘আমি কখনও ভাবিনি আমাকে অধিনায়কত্ব দেওয়া হবে। তারা আমার ওপর আস্থা রেখেছে বলেই আমাকে অধিনায়ক করেছে। ’ 

ব্যাটার লিটন দাসকে নিয়েও কথা বলতে হয়েছে পেরেরাকে। দলের জন্য তিনি ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও ফর্মে এখন নেই তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ০, ৩ ও ১৪ রান করেছেন তিনি। তাকে নিয়ে কি দুশ্চিন্তা আছে ঢাকার অধিনায়ক পেরেরার?

তিনি বলেন, ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে। ’ 

ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও তার নেতৃত্বেই প্রথমবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অধিনায়কত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে ঢাকার নেতৃত্বে না দেখা কিছুটা হলেও চমক।

অধিনায়ক হওয়ার আগে লিটনের সঙ্গে কি কোনো কথা হয়েছে পেরেরার, ‘অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।