ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার কোয়ালিফায়ারের বাধা পেরোতে চান সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এবার কোয়ালিফায়ারের বাধা পেরোতে চান সোহান কোচ মিকি আর্থারের সঙ্গে রংপুরের অধিনায়ক সোহান/ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ক’দিন আগেই প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। ওই টুর্নামেন্টের পর এখন বিপিএলের চ্যালেঞ্জ ফ্র্যাঞ্চাইজিটির সামনে।

এখন অবধি একবারই চ্যাম্পিয়ন হতে পেরেছে রংপুর।  

প্রতি বছরই ভালো দল গড়েও শিরোপার দেখা পায় না তারা। গত আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে বাদ পড়ে তারা। এর আগের বছর হারে সিলেট স্ট্রাইকার্সের কাছে। এবার আর তেমন কিছুর পুনরাবৃত্তি চান না ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান।

তিনি বলেন, ‘রংপুর প্রতিবারই ভালো দল গড়ে। রংপুরের যারা সমর্থক আছে, তাদের একটা প্রত্যাশা আছে। ওই দায়িত্ব থেকে যে টুর্নামেন্টেই আমরা খেলি, অংশ নিই, চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। অবশ্যই আমার কাছে যে দায়িত্ব আছে, মাঠে ওটা করার চেষ্টা করবো। যেটা বললাম রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। গত দুবারই আমরা কোয়ালিফায়ার খেলেছি। অবশ্যই চেষ্টা করবো ওই হার্ডেলটা পার হয়ে পরের ধাপে যাওয়ার। ’ 

গত বছর ফ্র্যাঞ্চাইজিটিতে খেলেছেন সাকিব আল হাসান। এবার তেমন বড় তারকা নেই। তবে দল নিয়ে বেশ খুশি অধিনায়ক সোহান। সবাইকে নিয়ে দল হিসেবে খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন সোহান। সেটিতে সফল হলে ভালো করবেন বলেও বিশ্বাস তার।

সোহান বলেন, ‘যদি আমার কথা বলেন। আমি সবসময় যে দলের সঙ্গে থাকি বা নেতৃত্ব দেই, সবসময় চেষ্টা করি যে দল হিসেবে কতটুকু খেলতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে মাঠে কীভাবে খেলছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকেই। অনেক বেশি অলরাউন্ডারও আমাদের দলে আছে। সবদিক থেকেই কম্প্যাক্ট। দল হিসেবে আমরা কতটা খেলতে পারছি এবং ওই অনুভূতিটা কত তাড়াতাড়ি গড়ে তুলতে পারছি এটা গুরুত্বপূর্ণ। ’ 

সবশেষ গ্লোবাল সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন সৌম্য সরকার। ৫ ম্যাচে ১৮৮ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ওই ফর্ম টেনে এনেছিলেন জাতীয় দলেও। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে থাকতে পারবেন না সোহান। তার জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। তার ম্যাচ খেলার সম্ভাবনা কতটা?

উত্তরে সোহান বলেন, ‘এটা আসলে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত হবে। সত্যি বলতে সৌম্য খুব ভালো ফর্মে ছিল। ওর জায়গায় তামিমকে লাস্ট এনসিএলে দেখেছি খুব ভালো শেপে আছে, ভালো ব্যাটিং করছে। টিম ম্যানেজমেন্ট উইকেট দেখার পর কালকে পরিস্থিতি অনুযায়ী যে টিম প্রেফার করে, ওটাই খেলবে। ’ 

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।