ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সিডনি টেস্টে খেলবেন না রোহিত, নেতৃত্বে বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
সিডনি টেস্টে খেলবেন না রোহিত, নেতৃত্বে বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে খেলবেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার বদলে দলের নেতৃত্ব পালন করবেন জসপ্রিত বুমরাহ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পরিকল্পনায় না থাকলে মেলবোর্নে বক্সিং ডে টেস্টই হতে পারে রোহিতের শেষ।

গণমাধ্যমটি জানায়, ভারতের কোচ গৌতম গাম্ভীর ও প্রধান নির্বাচক আজিত আগারকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন রোহিত। জানিয়েছেন সিডনি টেস্টে না খেলার কথা। এটি সত্য হলে একাদশে ফিরবেন শুভমান গিল। আর অধিনায়ক হিসেবে আগামীকাল টস করতে নামবেন জসপ্রিত বুমরাহ।  

এদিকে মেলবোর্নে হওয়া বক্সিং ডে টেস্টই হতে পারে ভারতের হয়ে রোহিতের শেষ টেস্ট। পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে ভারত সফর করবে ইংল্যান্ডে। সেখানে যদি রোহিতকে দেখা না যায়, তবে বিদায়ের বিষয়টিই সত্য হবে বলে ধারণা করা হচ্ছে।  

এর আগে আজ রোহিত শর্মার পরিবর্তে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে দেখে চমকে যান সাংবাদিকরা। যদিও ব্রিসবেন টেস্টের আগের দিনও এমনটা হয়েছে। তবে সেদিন ঐচ্ছিক অনুশীলন থাকায় মাঠেই আসেননি রোহিত। আজ ঐচ্ছিক অনুশীলন থাকলেও মাঠেই ছিলেন তিনি। কিন্তু কথা বলেননি সংবাদ সম্মেলনে। তাই কাল থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

যদিও পরবর্তীতে কোচ বিষয়টি পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘রোহিত ঠিক আছে। উইকেট বিচার করে কাল একাদশ ঠিক করব আমরা। (সংবাদ সম্মেলনে না থাকা প্রসঙ্গে) হেড কোচ আছে, সেটাই যথেষ্ট। ’

দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি রোহিত। দ্বিতীয় টেস্টে ফিরে ওপেনিং ছেড়ে ছয়ে ব্যাট করেন তিনি। মেলবোর্ন টেস্টে অবশ্য ওপেনই করতে দেখা যায় তাকে। কিন্তু ব্যাটে ছন্দ আনতে পারেননি।  

পাঁচ ম্যাচ সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যদিও সিডনি টেস্ট জিতে ভারতের সুযোগ আছে শিরোপা ধরে রাখার।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।