ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার সামনে চিটাগাংয়ের ১৪৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ঢাকার সামনে চিটাগাংয়ের ১৪৮ ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের উদযাপন/সংগৃহীত ছবি

ব্যাটিংয়ের শুরুটা আহামরি হয়নি চিটাগাং কিংসের। পরে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে, আর রানের গতিও ছিল কম।

সবমিলিয়ে দুর্বল ব্যাটিং পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসের সামনে মাঝারি লক্ষ্য দিতে পেরেছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিপিএলের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে চিটাগাং। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ঢাকার সামনে ১৪৯ রানের লক্ষ্য দিতে পেরেছে।

ঢাকার জন্য এখন প্রতিটি ম্যাচই 'ডু অর ডাই'। অন্যদিকে চিটাগাং আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। কিন্তু মাঠের লড়াইয়ের প্রথম ভাগে এগিয়ে ছিল ঢাকাই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নাঈম ইসলাম ছাড়া চিটাগাংয়ের আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।  

নাঈম ও জুবাইদ আকবরি মিলে প্রথম জুটিতে তুলে ফেলেছিলেন ৪০ রান। ১৯ বলে ২৩ রান করে জুবাইদ বিদায় নিলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৪৯ রান যোগ করেন নাঈম। ১৮ বলে ১৯ রান করে ক্লার্ক বিদায় নিলে ভাঙে এই জুটি।  

এরপর চারে নামা হুসাইন তালাত (২) টিকতে না পারলে চাপে পড়ে যায় চিটাগাং। পরের ওভারে দলকে ৯৬ রানে রেখে বিদায় নেন নাঈম। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৪ রান। এরপর বলার মতো রান পেয়েছেন কেবল হায়দার আলী (১১ বলে ১৬ রান)।

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন ঢাকার মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।