ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ আলিসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ফের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ আলিসের ছবি: সংগৃহীত

বিপিএলে বোলিং ভালোই করছিলেন আলিস আল ইসলাম। এর মধ্যেই হুট করে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে রাখা হয়নি তাকে।

তখনই প্রশ্ন জাগে কি হয়েছিল? এবার তা জানা গেল। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে আম্পায়ারদের।

গত ১৯ জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন আম্পায়াররা। আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দেবেন এই স্পিনার। অবশ্য এই পরীক্ষার আগে খেলতে কোনো বাধা নেই তার।  

নেট বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করা আলিস অভিষেকে আলো ছড়িয়েছেন। এরপর ইনজুরিতে পড়েন তিনি। তাছাড়া বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জাগে। পরে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকতে হয় তাকে। বিপিএলের আগে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি আবারও মাঠে ফিরেন।

বিপিএলের এবারের আসরে ৮ ম্যাচে ৭ ইনিংস বোলিং করে ১১ উইকেট নিয়েছেন চিটাগং কিংসের এই স্পিনার।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।