শুরুতে ঝড় তোলেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। বাকি ব্যাটারদের ছোট ছোট অবদানের সঙ্গে শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ে ভালো সংগ্রহ পায় দল।
সোমবার বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে খুলনা। পরে ওই রান তাড়ায় নেমে ৫ বল হাতে রেখেই জয় পায় বরিশাল।
টস হেরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন খুলনা টাইগার্সের ওপেনার নাঈম শেখ। ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন তিনি। আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ রানে এবাদত হোসেনের বলে বোল্ড হন। ওই বলটি মিরাজের পায়ে লেগে স্টাম্প ভেঙে দেয়। মিরাজ নিজে পায়ে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আফিফ হোসেনের ব্যাট থেকে। ২ চার ও সমান ছক্কায় ২৭ বলে ৩২ রান করে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। শেষদিকে নেমে ঝড় তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১২ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন তিনি। বরিশালের হয়ে ৪ ওভারে ৪৯ রান দিয়ে দুই উইকেট নেন ফাহিম আশরাফ। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে ৪৫ রান দিয়ে এবাদত পান এক উইকেট।
রান তাড়ায় এদিনও ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন বরিশালের তাওহীদ হৃদয়। ৭ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। ২৫ বলে ২৭ রান করে সালমান এরশাদের বলে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। তিনে নেমে রীতিমতো ঝড় তোলেন দাভিদ মালান।
নিজেদের নাগালে রান এনে ৩৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে আউট হন মালান। মাঝে মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বলে ২৪ ও মুশফিকুর রহিম ১৭ বলে ২৪ রান করেন। ৬ বলে ১৮ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফাহিম আশরাফ।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমএইচবি/এমএইচএম