ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে পারলেও দ্বিতীয় ম্যাচে হেরে বসে পাকিস্তান। সিরিজ ভাগাভাগি করলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে লজ্জার রেকর্ড গড়েছে তারা।
আজ মুলতানে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ১২০ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। একইসঙ্গে ২৭.৯৮ পয়েন্ট নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়ন চক্র শেষ করেছে সবার শেষে থেকে। এই চক্রে ১৪ টেস্টের মধ্যে স্রেফ ৫টিতে জয় পায় শান মাসুদের দল। ০.২৩ পয়েন্ট বেশি নিয়ে অর্থাৎ ২৮.২১ পয়েন্ট নিয়ে আট নম্বরে থেকে চক্র শেষ করেছে পাকিস্তান। এই তালিকায় ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। ৩১.২৫ পয়েন্ট তাদের।
ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক এই জয়ের অন্যতম নায়ক জোমেল ওয়ারিকান। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার উইকেট ৯টি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচে ৫ উইকেট পেয়েছেন ওয়ারিকান। তার ঘূর্ণিজাদুর সামনে দিনের প্রথম সেশনেই ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
ওয়ারিকানের তোপেই ১৩৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। আর তাতে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে জয়ের মুখ দেখে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৯৯০ সালের নভেম্বরে ফয়সালাবাদ টেস্টে ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে জয় পেয়েছিল ক্যারিবীয়রা।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরইউ