ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ক্রিকেট

পারিশ্রমিক না পাওয়ায় হোটেল ছাড়েননি রাজশাহীর ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
পারিশ্রমিক না পাওয়ায় হোটেল ছাড়েননি রাজশাহীর ক্রিকেটাররা

এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে সমালোচিত দলটি দুর্বার রাজশাহী। এখনো দলটির ক্রিকেটাররা পারিশ্রমিক বুঝে পাননি।

যে কারণে টিম হোটেল ছাড়েননি তারা।

গতকাল রাউন্ড রবিন লিগের শেষদিনেও প্লে অফে খেলার সুযোগ ছিল রাজশাহীর। কিন্তু খুলনা টাইগার্সের কাছে ঢাকা ক্যাপিটালসের হারে সে সম্ভাবনা শেষ হয়ে যায়। তবে কাল রাতেই দলের বিদায় নিশ্চিত হলেও রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিকের আশায় হোটেলে রয়ে গেছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর একাধিক ক্রিকেটার জানিয়েছেন, আজ দুপুরে তাদের বাকি পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার কথা ছিল। যোগাযোগ করা হলে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেছেন, 'আজকের মধ্যে পেমেন্ট বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ক্রিকেটাররা তাই এখন হোটেলেই আছে। '

রাজশাহী দেশি ও বিদেশি ক্রিকেটারদের কেউই বাকি পারিশ্রমিক পাননি। যে কারণে এখনো হোটেলেই আছেন দলটির বিদেশি ক্রিকেটার মোহাম্মদ হারিস, রায়ার্ন বার্ল, আফতাব আলম, মার্ক ডেয়াল ও মিগুয়েল কামিন্সরা। পারিশ্রমিক বাকি থাকায় তারা নিজ নিজ দেশেও ফিরে যেতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।