ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চকর লড়াই জিতে এক যুগ পর ফাইনালে চিটাগাং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
রোমাঞ্চকর লড়াই জিতে এক যুগ পর ফাইনালে চিটাগাং

খুলনা টাইগার্সকে হারিয়ে ১২ বছর পর বিপিএলের ফাইনালে উঠেছে চিটাগাং কিংস।  

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুলনার দেওয়া ১৬৪ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ বলে ২ উইকেটের নাটকীয় জয় পায় চিটাগাং।

 

এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৮৫ রানে অলআউট করা খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিয়ারে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল। তবে মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ৫০ বলে ৭৩ রানের জুটিতে লড়াকু ইনিংসের দিকে ছুটতে থাকে খুলনা।

অঙ্কন ৪১ রানে ফিরে গেলে ২৯ বলে ফিফটি হাঁকান হেটমায়ার। ৩৩ বলে ৪ ছক্কা ৬ বাউন্ডারিতে ৬৩ রান করে যখন হেটমার আউট হন তখন দলীয় সংগ্রহ ১৪৬।

শরিফুলের করা শেষ ওভারে হোল্ডার ও নেওয়াজ মিলে নেন ১৭ রান। আর তাতেই ১৬৩ রানের লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় খুলনা।

হাসান মাহমুদের বলে পারভেজ ইমন ও গ্রামাম ক্লার্ক দ্রুত ফিরলেও হোসাইন তালাতকে নিয়ে চিটাগাং কিংসকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন আরেক পাকিস্তানি খাজা নাফি। ৩৭ বলে ফিফটি তুলে নেন নাফে। এর পরের ওভারে খুলনাকে ব্রেক থ্রু এনে দেন নাসুম। পর পর নিজের দুই ওভারে তালাত ও শামিম পাটোয়ারিকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরায় এই স্পিনার।

এর পরের ওভারে নাফি ও খালেদকে ফিরিয়ে কিংসকে বিপদে ফেলেন খুলনার পেসার মুশফিক হাসান।

কিংস অধিনায়ক মিঠুনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি। আরাফাত সানি ও আলিস ইসলামের ব্যাটে শেষদিকে জয় পায় কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।