ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

ক্রিকেট

ব্রাদার্সে ভালো কিছুর আশা জামালের

আবীর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ব্রাদার্সে ভালো কিছুর আশা জামালের

এবারের মৌসুমে জামাল ভূঁইয়ার দলবদল নিয়ে কম নাটক হয়নি। আবাহনীর হয়ে খেলার কথা থাকলেও সম্ভব হয়নি।

মৌসুমের প্রথম ধাপে কোনও ক্লাব পাননি জামাল। দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। মৌসুমের শুরু থেকেই ব্রাদার্সের হয়ে খেলার চেষ্টা ছিল তার। তবে দলবদলের সময় শেষ হয়ে যাওয়ায় তেমনটি হয়নি।  

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পরে দেশে ক্রীড়াঙ্গনেও। আবাহনী চেয়েছিল কম পারিশ্রমিকে তাকে ধরে রাখতে। কিন্তু রাজি হননি জামাল। এরপর চুক্তি সংক্রান্ত নানা জটিলতায় শুরু থেকে ব্রাদার্স ইউনিয়নে খেলতে পারেননি তিনি। মধ্যবর্তী দলবদলে ব্রাদার্সের সঙ্গেই চুক্তি করেন।  

আজ বৃহস্পতিবার ব্রাদার্সের হয়ে অনুশীলন করেছেন জামাল। অনুশীলন শেষে বাংলানিউজটোয়েন্টিফোরের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা।

বাংলানিউজ: মৌসুমের মাঝপথে ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। সামনের পরিকল্পনা কী?

জামাল: এটা এই মৌসুমের জন্য শুধু। ভালো লাগছে, সামনে ম্যাচ আছে, ফোকাস সে দিকেই। পরের মৌসুম নতুন চুক্তি নিয়ে কিছু ভাবছি না।

বাংলানিউজ: চুক্তির সময়টা কি কম হয়ে গেল?
জামাল: আগে এই মৌসুমটা শেষ করি, তারপর নতুন মৌসুমে দেখা যাবে কি করি।

বাংলানিউজ: ব্রাদার্সকে কেমন দেখলেন?

জামাল: টিমটা ভালো হয়েছে, ম্যানেজমেন্টও ভালো, ক্লাব ভালো; আপনি নিজেই দেখছেন ব্রাদার্সের নিজস্ব অনুশীলন মাঠ আছে। প্রস্তুতির দারুণ সুযোগ, তো সবকিছু ভালো যাচ্ছে।  

বাংলানিউজ: ফেড কাপে অনেক বছর পর নকআউটে ব্রাদার্স, এই দল কতদূর যাবে মনে করেন?

জামাল: ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আরও দুইটা ফরেইন প্লেয়ার আসছে ‍শুনেছি। আমি আশা করি আমরা ফাইনালে যেতে পারব। এরপর দেখা যাবে কি হয়। তবে আমরা আপাতত সামনের ম্যাচ নিয়েই ভাবছি।  

বাংলানিউজ: মৌসুম শেষে লিগে ব্রাদার্সকে কোথায় দেখেন, চ্যাম্পিয়নের রেসে আছে কি ব্রাদার্স?
জামাল: না চ্যাম্পিয়নদের পথটা একটু দূরে... কিন্তু আমি যদি অনেস্টলি বলি, আমরা টপ ফোরে (সেরা চার) আসতে পারি, সেটাও অনেক ভালো। কারণ আমরা ব্রাদার্সকে অনেক বছর রেলিগেশনে দেখেছি। তারপর নয় নম্বর, আট নম্বর, দশ নম্বর অবস্থানে দেখেছি, তো সর্বশেষ ১০-১৫ বছরে ব্রাদার্সকে এমন জায়গায় দেখেছি, আর এখন নতুন এক ব্রাদার্সকে দেখেছি, আমি নিজেও খুশি, সমর্থকেরাও খুশি।

বাংলানিউজ: হামজা চৌধুরী আসবেন, শুনেছেন নিশ্চয়ই?

জামাল: হামজা আসছে, এটা জাতীয় দলের জন্য অবশ্যই ভালো খবর। সে হয়ত আগামী মাসের দিকে দলের সঙ্গে যোগ দেবে। সামনে ম্যাচ (ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই)… আরও অনেক দিন সময় আছে। সবকিছু মিলিয়ে সে এলে দারুণ হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।