বিধ্বংসী শুরুর পর খাজা নাফেকে সুযোগ করে দেন পারভেজ হোসাইন ইমন। দুইজনের ব্যাটে বড় সংগ্রহের ভিত গড়ে চিটাগং কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনাল ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং।
টস হেরে আগে ব্যাট করতে নামা চিটাগং পায় উড়ন্ত শুরু। উদ্বোধনী জুটি বেধে ছুটতে থাকেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। ৩০ বলে ফিফটির দেখা পান ইমন। আর নাফের লাগে ৩৭ বল। ৭৬ বলে ১২১ রানের এই দারুণ জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন নাফে।
তিনে নেমে ইমনকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক। লড়াই চালাতে থাকেন তিনিও। গড়েন ৪০ বলে ৭০ রানের জুটি। কিন্তু শেষ ওভারে রান আউট হয়ে আর এগোতে পারেননি। ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন চিটাগংয়ের এই ব্যাটার। একই ওভারে ২ রান করে ফেরেন শামিম হোসাইন। তবে থেকে যান ইমন। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
আরইউ