সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন মুশতাক আহমেদ। এরপর এই পাকিস্তানি কোচকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে যান মিরাজ-রিশাদরা।
মাঝের বিরতি শেষে ফের বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার। তবে তিনি কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দলের সঙ্গে কাজ করবেন। এরপর তার চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বিমানে উঠবে বাংলাদেশ দল। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আজকে ঢাকায় এসেই দলের কাছে পৌঁছে গেছেন মুশতাক।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, ২০ ফেব্রুয়ারি। ম্যাচটি হবে দুবাইয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে টাইগাররা। পরের দুই ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এমএইচএম