২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলকে নিয়ে ইতিবাচক ধারণাই দিলেন প্রধান কোচ ফিল সিমন্স। ক্যারিবীয় কোচের বিশ্বাস, এবারের আসরের শিরোপা জেতার মতো সামর্থ্য আছে বাংলাদেশের।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনা আছে। সেরা ক্রিকেট খেললে কোনোকিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী না হলে আমি এখানে থাকতাম না। '
সিমন্স যদিও বললেন যে, ট্রফি জেতার ব্যাপারে তিনি আশাবাদী; কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো সেরা প্রস্তুতি নিতে পারছে না বাংলাদেশ। তিনি বলেন, 'এটা সত্য যে, আমাদের সেরা প্রস্তুতি হচ্ছে না। তবে সাদা বলের ক্রিকেটের সঙ্গেই ছিলাম। ৬ দিনের ক্যাম্পে প্রস্তুতি নেবো। '
সিমন্সের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর বাংলাদেশের দায়িত্ব পান তিনি। চুক্তি নবায়ন করা হবে কি না, সেটি নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্যের ওপর।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমএইচএম