চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেলো আফগানিস্তান। পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন দলটির 'রহস্য স্পিনার' আল্লাহ মোহাম্মদ গজনফর।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান চোটে ছিটকে গেলে তার জায়গায় গজনফরকে নিয়ে স্কোয়াড সাজিয়েছিল আফগানিস্তান। কিন্তু সম্প্রতি জিম্বাবুয়ে সফরে পিঠের হাড়ে (এল-৪ ভার্টেব্রাতে) চোট পান গজনফর।
চোটের কারণে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তরুণ স্পিনারকে। তার বদলি হিসেবে বাঁহাতি স্পিনার খারোতিকে নিয়েছে আফগানিস্তান। খারোতির ঝুলিতে আছে ৭টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
আফগান শিবিরে স্পিনার এখন ৪ জন- রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নবি এবং খারোতি।
আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে আফগানিস্তান।
আফগানিস্তান স্কোয়াড
হাসমতউল্লাহ শহিদি, ইব্রাহীম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম আকিলি, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাভিদ জাদরান।
রিজার্ভ- দারবিশ রাসুলি, বিলাল সামি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমএইচএম