ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেলেন পাকিস্তানের তিন ক্রিকেটার ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদ পেল তারা।

আইসিসির আচরণবিধি লঙ্ঘন করা শাস্তি পেয়েছেন দলটির তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল ও কামরান গুলাম।

আজ এক বিবৃতিতে বিষয়টি জানায় ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি। এই তিন ক্রিকেটারের নামের পাশে যুক্ত করা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি আফ্রিদির ম্যাচ ফির ২৫ শতাংশ, শাকিল ও কামরানের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।  

ম্যাচ চলাকালীন ২৮তম ওভারে ম্যাথু ব্রিটস্কি সিঙ্গেল রান নেওয়ার জন্য দৌড় দেন। ওই সময় আফ্রিদি এসে বাধা দেন তাকে। শরীরে ধাক্কা লাগায় তখন বিবাদে জড়িয়ে পড়ে তারা। পরের ওভারে টেম্বা বাভুমাকে রানআউট করে ব্যাটারের খুব কাছে গিয়ে উল্লাস করে আচরণবিধি ভঙ্গ করেন শাকিল ও কামরান।  

এই ঘটনায় তিনজন ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন। পরে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।