ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

ফের আইপিএলের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
ফের আইপিএলের সূচিতে পরিবর্তন ছবি: সংগৃহীত

এর আগেও আনা হয়েছিল পরিবর্তন। এবার দ্বিতীয়বারের মতো পরিবর্তন এসেছে আইপিএলের সূচিতে।

নতুন সূচিতে ২২ মার্চ থেকে আসরটি শুরু হবে। এই সূচি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু পরে তা বদল করে ২১ মার্চ করা হয়েছে। এবার সেটি আরও একদিন পিছিয়ে ২২ মার্চ করা হয়েছে। পাকিস্তান ও আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে আগামী ৯ মার্চ। তাই খুব তাড়াতাড়ি আইপিএল শুরু না করে তারিখ পেছানো হয়েছিল।  

২২ মার্চ থেকে শুরু হলেও আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি খুব শিগরিই ঘোষণা করবে বলে জানা গেছে। ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।