চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনতে বাধ্য হলো নিউজিল্যান্ড। কারণ দলটির ফাস্ট বোলার বেন সিয়ার্স হ্যামস্ট্রিকংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন।
২০২২ সালের জুলাইয়ে কিউইদের জার্সিতে অভিষেক ম্যাচ খেলা ডাফি এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১০টি ওয়ানডে। তার ঝুলিতে আছে ১৮টি উইকেট, বোলিং গড় ২৫.৯৪ এবং ইকোনোমি রেট ৬.২৫। গত জানুয়ারিতে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ডাফি। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যামিল্টনের সেই ম্যাচে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
অন্যদিকে সিয়ার্স দলের সঙ্গেই পাকিস্তানে গিয়েছিলেন। করাচিতে দলের প্রথম অনুশীলন সেশনেও ছিলেন তিনি। কিন্তু অনুশীলনের সময় বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই পেসার। পরে স্ক্যান করে জানা যায়, প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। আগামী ২ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে কিউইরা। ওই ম্যাচের আগে সিয়ার্সের ফিট হওয়ার সম্ভাবনা নেই। ফলে তাকে বাদ দিয়েই স্কোয়াড সাজাতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ এবং দুবাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কিউইরা।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, জ্যাকব ডাফি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমএইচএম