ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় রেকর্ড হার ও ধবলধোলাইয়ের লজ্জা পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শ্রীলঙ্কায় রেকর্ড হার ও ধবলধোলাইয়ের লজ্জা পেল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না শ্রীলঙ্কা/সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের 'সবচেয়ে বড়' হারের লজ্জায় ডোবালো লঙ্কানরা।

সেই সঙ্গে ধবলধোলাইয়ের লজ্জাও পেল অজিরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। অজিদের বিপক্ষে এটাই ওয়ানডেতে রানের দিক থেকে তাদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৬ সালে একই ভেন্যুতে ৮২ রানে জয় ছিল সর্বোচ্চ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও ঘরে তুললো স্বাগতিকরা।  

এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টালমাটাল অবস্থা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। আসর শুরুর আগেই ছিটকে গেছেন দলটির তিন শীর্ষ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড এবং দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এর মধ্যে স্টয়নিস আবার ওয়ানডে থেকেই অবসর নিয়েছেন।  

আজ আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে ৩৫ বলে ৬৬ রানের জুটি গড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে। আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ রান এবং লিয়ানাগে ২১ বলে ৩২ রান নিয়ে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। লঙ্কান পেসার আসিথ ফার্নান্দো শুরুর ৭ ওভারের মধ্যেই দুই অজি ওপেনার ট্রাফিস হেড ও ম্যাট শর্ট এবং তিনে নামা জেক ফ্রেজার-ম্যাকগার্ককে ফিরিয়ে চাপে ফেলে দেন সফরকারীদের। এরপর বাকি কাজ সারেন দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩/২৩) ও দুনিথ ভেল্লালাগে (৪/৩৫)। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ স্মিভ স্মিথের। অজি অধিনায়কের ব্যাট থেকে আসে ২৯ রান। ২৪.২ ওভারে ১০৭ রান তুলতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কায় ব্যর্থ সিরিজ শেষে লাহোরে যাবে অস্ট্রেলিয়া। যেখানে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। তাদের গ্রুপের বাকি তিন দল হলো ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।