আগের ম্যাচে সাড়ে তিনশোর বেশি তাড়া করে ম্যাচ জিতেছিল পাকিস্তান। কিন্তু এই ম্যাচে তারা করতে পারেনি আড়াইশো রানও।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে গতকাল ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল আগে সবগুলো উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। যা তাড়ায় নেমে ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।
আগে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। ফখর জামান ১০ ও বাবর আজম ২৯ রানে উইকেট হারান। তিনে নামা সাউদ শাকিল করেন স্রেফ ৮ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমান। কিন্তু গত ম্যাচের সেই ছন্দ ধরে রাখতে পারেননি। ১২০ বলে তাদের ৮৮ রানের জুটিটি ভাঙেন উইলিয়াম ও’রোকে। ৭৬ বলে ৪৬ রান করে ফেরেন রিজওয়ান।
কিছুক্ষণ পর উইকেট হারান সালমানও। তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এরপর তাইয়াব তাহির এসে ৩৩ বলে ৩৮ রান করে উইকেট বিলিয়ে দেন। বাকিদের কেউ লড়তে পারেননি ঠিকঠাক। শেষদিকে ফাহিম আশরাফ ২২ ও নাসিম শাহ ১৯ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন উইলিয়াম। দুটি করে উইকেট পান মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার।
রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারে নাসিম শাহর এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন কিউই ওপেনার উইল ইয়ং (৫)। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। তবে আগা সালমান এসে ভাঙেন এই জুটি। ৪৯ বলে ৩৪ রান করে ফেরেন উইলিয়ামসন। কনওয়ে এগোচ্ছিলেন ফিফটির দিকে। কিন্তু দুই রানের আক্ষেপ নিয়ে ফেরেন সাজঘরে।
চতুর্থ উইকেটে জুটি গড়েন ড্যারিল মিচেল ও টম ল্যাথাম। তাদের ৮৮ বলে ৮৭ রানের জুটি গড়ে দেয় জয়ের ভিত। দুজনেই পান পঞ্চাশের দেখা। তবে মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আবরার। ৫৮ বলে ৫৭ রান করে কিউই ব্যাটার। কিছুক্ষণ পর ফেরেন লাথামও। যাওয়ার আগে খেলে যান ৬৪ বলে ৫৬ রানের ইনিংস। বাকি কাজটা শেষ করেন গ্লেন ফিলিপস। ১৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আরইউ