ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ক্রিকেট

হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রথম ম্যাচে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারাতে থাকে তারা।

৩৫ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে প্রতিরোধ গড়েন তারা। জাকের না পেলেও হৃদয় ঠিকই তুলে নেন সেঞ্চুরি। সঙ্গে বাংলাদেশকে এনে দেন লড়াকু সংগ্রহ।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান শান্ত। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে তানজিদ হাসান এক রান নেওয়ার পর বাকি বলগুলোতে কোনো রান করতে পারেননি সৌম্য। শেষ বলে মোহাম্মদ শামির ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় লোকেশ রাহুলের। শূন্য রানে বিদায় নেন বাংলাদেশি ওপেনার।  

তিনে শান্ত বজায় রাখেন ব্যর্থতার ধারাবাহিকতা। হারশিত রানার আউটসুইংয়ার বাজে কভার ড্রাইভে বিরাট কোহলির হাতে তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন শূন্য রানেই। এউ দুজনে বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ব্যর্থ হন তারা। সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামির বল কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি।  

নবম ওভারে আক্রমণে আসেন স্পিনার অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তানজিদ। ২৫ বলে ২৫ রান করে ফেরেন সাজঘরে। ছয়ে নামা মুশফিক পরের বলে ফের রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। ফেরেন শূন্য রানে। চতুর্থ বলে হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল অক্ষরের। কিন্ত রোহিত ক্যাচ ছাড়ায় সেটি মিস হয়।

শুরুর এই ধাক্কা সামলে ষষ্ঠ উইকেটে জুটি গড়েন জাকের ও হৃদয়। এই উইকেটে ২০৬ বলে ১৫৪ রান যোগ করেন তারা। ৮৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন জাকের। আর হৃদয়ের লাগে ৮৫ বল। ৪৩তম ওভারে মোহাম্মেদ শামির বল লেগ সাইডে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ তুলে দেন জাকের। ১১৪ বলে ৪ চারে ৬৮ রান করে ফেরেন তিনি।  

তবে লড়তে থাকেন হৃদয়। ১১৪ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রানেই থামে হৃদয়ের ইনিংস। এর মধ্যে রিশাদ হোসেন এসে ১২ বলে ১৮ রান করে বিদায় নেন। আর তাসকিনের ব্যাট থেকে আসে ৩ রান।  

ভারতের পক্ষে ১০ ওভারে ৫৩ রান খরচায় ৫ উইকেট নেন শামি। ৩টি উইকেট নেন হারশিত রানা। আর দুটি উইকেট নেন অক্ষর প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।