ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

শান্ত-জাকেরের ব্যাটে বাংলাদেশের ২৩৬ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
শান্ত-জাকেরের ব্যাটে বাংলাদেশের ২৩৬ রান জাকের আলী/সংগৃহীত ছবি

দুবাইয়ে ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। রাওয়াপিন্ডিতেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

তবে এবার ব্যর্থ হয়েছে মিডল অর্ডার।  

ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অনেকটা সময় হাল ধরে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষদিকে ফিফটি ছুঁইছুঁই ইনিংস খেলেছেন জাকের আলী। আর তাতে ভর করে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সামনে ২৩৭ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির 'গ্রুপ-এ'র ম্যাচে কিউইদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে আসর শুরু করা বাংলাদেশের জন্য এটি টিকে থাকার লড়াই। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ এই ম্যাচ।

টস হেরে আজ আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে তারা। সৌম্য সরকার ও তানজিম সাকিবের জায়গায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।

কিউইদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভালোই হয় বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান ও শান্ত মিলে তোলেন ৪৫ রান। ২৪ বলে ২৪ রান করে কিউই পেসার মিচেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে তানজিদ বিদায় নিলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।  

এরপর তিনে নামা মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ১৩ রান করে বিদায় নিলে বিপদ বাড়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও পারেননি বিপদে হাল ধরতে। ২৪ বলের মোকাবিলায় ৭ রান করতে পেরেছেন তিনি। ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। দুটি ক্যাচই ধরেছেন কেন উইলিয়ামসন।  

উইকেট পতনের মিছিল সেখানেই থামেনি। রানের গতিও ধীরে ধীরে কমতে শুরু করেন। প্রথম ২১ ওভারে ৮৬টি ডট দেন বাংলাদেশের ব্যাটাররা। অর্থাৎ ৬৮.২৫ শতাংশ বলে কোনো রান নিতে পারেননি তারা। বিপদ বাড়িয়ে ২৩তম ওভারে ব্রেসওয়েলের বলে স্লগ-সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম (২)।

২৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন শান্ত। এজন্য তাকে খেলতে হয়েছে ৭১ বল। ২৭তম ওভারে আসে আরও এক বড় ধাক্কা। এবার ব্রেসওয়েলের অফসাইডের বাইরের বল ডাউন দ্য ট্র্যাকে তুলে মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে শর্ট থার্ডম্যানে থাকা উইলিয়াম ও'রর্কের হাতে জমা হয়। দলীয় ১১৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

একদিনে উইকেট পতনের মিছিল, আরেকদিকে মাটি কামড়ে পড়ে ছিলেন শান্ত। কিন্তু তিনিও হার মানেন ৩৮তম ওভারে। ও'রর্কের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১০ বলে ৭৭ রান করেন শান্ত। এরপর জাকের আলী ও রিশাদ হোসেন মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে ২৫ বলে ২৬ রান করে রিশাদ বিদায় নিলে ভাঙে প্রতিরোধ। অন্যপ্রান্তে জাকের ধরে খেলেন। দলকে ২৩১ রানে রেখে রান আউট হয়ে ফেরার আগে ৫৫ বলে ৪৫ রান করেন তিনি। শেষ ওভারে তাসকিনের উইকেট হারায় বাংলাদেশ।

বল হাতে ৪ উইকেট পেয়েছেন ব্রেসওয়েল। ১০ ওভারে খরচ করেছেন মাত্র ২৬ রান। এটি ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার এছাড়া ও'রর্কে ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।