ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বৃষ্টি বাধায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ 

একটি করে জয় রয়েছে দুই দলেরই। সেমিফাইনাল নিশ্চিত করতে তাই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার জন্য।

আর এই ম্যাচেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময়ে হয়নি টসও। বৃষ্টির কারণে এখনও অনুপুযোগী হয়ে রয়েছে খেলার মাঠ। তাই ম্যাচ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা।  

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে। রান রেটে পিছিয়ে থেকে দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।  

টস হলে কি নেবেন সেই পরিকল্পনায় অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স কেয়ারির লক্ষ্য ব্যাটিং করা। বড় স্কোর করতে হবে তাদের। অজি ব্যাটার বলেন, ‘ওয়ানডে সংস্করণে দক্ষিণ আফ্রিকা এখন দুর্দান্ত খেলছে, তাদের স্কোয়াডেও দারুণ ভারসাম্য রয়েছে। আমরা আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছি, সেটার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। টস জিতলে আমরা আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে চাইব, আমাদের লক্ষ্য ৪০০ রান তোলা। ’

এদিকে টস জিতলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ফিল্ডিং করতে চাওয়া। অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব, রান তাড়া করাটা সহজ হতে পারে। তবে টস আমাদের পক্ষে না গেলে, প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।