ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

রিয়াদ-মুশফিককে নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
রিয়াদ-মুশফিককে নিয়ে যা বললেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচেই ব্যর্থ হয়ে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। আসরে প্রশ্নবিদ্ধ ছিল দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং।

রিয়াদ এক ম্যাচে না থাকলেও মুশফিক দুই ম্যাচেই খেলেছেন। তবে ব্যর্থ হয়েছেন।  

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও এমন ব্যর্থতার পরেও কেন তাদের দলে রাখা হয়েছে। তারা অটোচয়েজ কিনা, এই প্রশ্নে নাজমুল হাসান শান্ত সরাসরি ‘না’ বলে দেন। রিয়াদের আগের ব্যাটিং পারফরম্যান্সের কথা টেনে এনে তাকে খেলানোর ব্যাখ্যা দেন বাংলাদেশি অধিনায়ক।  
 
শান্ত বলেন, ‘না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে, রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল। ’

বাংলাদেশের অধিনায়ক দুই সিনিয়র ক্রিকেটারকে আলাদা ভাবে দেখতে চান না বলে জানিয়েছেন, ‘দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি। ’

দুই ম্যাচ খেলেও ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরে দ্বিতীয় ম্যাচে ৫ বলে ২ রান করে হারিয়েছেন উইকেট। এমন ব্যর্থতার পরেও মুশফিককে নিয়ে চিন্তিত না থাকার কথা বলেন শান্ত। কিপিংকে গুরুত্ব দিয়ে তিনি জানান পরের ম্যাচে ফিরবেন মুশফিক।  

বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছেন। শেষ ৩ ইনিংস হয়তো হয়নি, হতে পারে। হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবেন। ’

নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।