ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

‘বিশ্বকাপে খেলতে হলে মুশফিক-মাহমুদউল্লাহকে নিজেদের প্রমাণ করতে হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
‘বিশ্বকাপে খেলতে হলে মুশফিক-মাহমুদউল্লাহকে নিজেদের প্রমাণ করতে হবে’ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম/সংগৃহীত ছবি

শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে গেলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। দলের ব্যর্থতার পেছনে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দায় দেখছেন অনেকে।

কেউ কেউ তো তাদের শেষও দেখে ফেলেছেন।

এরমধ্যেই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ওয়ানডে দলে জায়গা ধরে রাখতে হলে মুশফিক এবং মাহমুদউল্লাহকে নিজেদের প্রমাণ করতে হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে  দুজনের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। মুশফিক ভারতের বিরুদ্ধে শূন্য এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ রান করেছেন। আর মাহমুদউল্লাহ, যিনি ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪ রান করতে পেরেছেন। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।

মুশফিক ও মাহমুদউল্লাহর দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে আশা করা হয়েছিল যে, তারা একটি তরুণ দলের নেতৃত্ব দেবেন। কিন্তু বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাদের শট সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স নিয়ে সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি বোর্ডের ১৮তম বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিনের কাছে জানতে চাওয়া হয়, মুশফিক ও মাহমুদউল্লাহ কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে থাকবেন? এর জবাবে তিনি বলেন, 'এটা খুব কঠিন প্রশ্ন। তাদের নিজেদের প্রমাণ করতে হবে। তাদের বয়স এবং পারফরম্যান্স দেখে, এটা আসলে আমার সিদ্ধান্ত নয়, নির্বাচকদের সিদ্ধান্ত। মন্তব্য করা ঠিক হবে না, তবে এটা সহজ হবে না। "

তিনি আরও বলেন, 'তারা আমাদের অভিজ্ঞ খেলোয়াড়, যারা অনেক অবদান রেখেছে। তবে প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ আছে। আমি মনে করি, আমরা তাদের সঙ্গে বসে তাদের ভবিষ্যত নিয়ে কথা বলব। '

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।