ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে ফিরছেন হেম্প, পাচ্ছেন নতুন দায়িত্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
বাংলাদেশে ফিরছেন হেম্প, পাচ্ছেন নতুন দায়িত্ব ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেখা যায়নি বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে। কিন্তু বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

মাঝে কাটিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি। এবার ফেরানো হচ্ছে তাকে।  

বাংলাদেশে আসার পর হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেম্প। এরপর জাতীয় দলের ব্যাটিং কোচ হন তিনি। তবে বিশ্বকাপের পর আর দেখা যায়নি তাকে। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবার ফেরানো হচ্ছে তাকে। জানা যায়, নতুনভাবে পের এইচপি ইউনিটের দায়িত্ব নেবেন তিনি।  

তবে ঠিক কবে বাংলাদেশে আসবেন হেম্প, এই ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।