ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের লক্ষ্য ২৬৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের লক্ষ্য ২৬৫ ছবি: সংগৃহীত

বাকিদের ব্যর্থতার মাঝে একাই লড়েছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি। দুইজনেই পার করেছেন ফিফটি।

সঙ্গে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের ইনিংসে ভারতের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।  

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নির্ধারিত ৫০ ওভারের তিন বল আগেই সবগুলো উইকেট হারিয়ে তারা করে ২৬৪ রান।  

তৃতীয় ওভারে কুপার কনোলিকে শূন্য রানে হারিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার ইনিংস। এই ধাক্কা সামলে তিনে নামা স্মিথ জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ধীরগতিতে খেলে তারা জুটির অর্ধশতক পূর্ণ করেন। নবম ওভারে হেডকে ফিরিয়ে জুটিটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ৩৩ বলে ৩৯ রান করে বিদায় নেন অজি ওপেনার।  

চারে নেমে লাবুশেন সঙ্গ দেন স্মিথকে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৬ বলে ২৯ রান করে শিকার হন মোহাম্মদ শামির। এর মধ্যে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন স্মিথ। পাঁচে নেমে জস ইংলিশ ১১ রান করে উইকেট হারান। তবে লড়তে থাকেন স্মিথ। যদিও সেঞ্চুরি অব্দি নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস। শামির বলে বোল্ড হয়ে ৯৬ বলে ৭৩ রান করে ফেরেন অজি অধিনায়ক।

স্মিথের বিদায়ের পর লড়েন কেয়ারি। তবে বাকিরা ব্যর্থ হচ্ছিলেন ব্যাট হাতে। গ্লেন ম্যাক্সওয়েল ৭ ও বেন ডারউইশ বিদায় নেন ১৯ রানে। শেষদিকে গিয়ে রানআউট হয়ে ফেরেন কেয়ারি। যাওয়ার আগে খেলে যান ৫৭ বলে ৬১ রানের ইনিংস।  

ভারতের পক্ষে ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শামি। দুটি করে উইকেট নেন বরুণ ও রবীন্দ্র জাদেজা। একটি করে পান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।