গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছিল, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেবেন রোহিত শর্মা। এমনকি টুর্নামেন্ট শুরুর পরেও একই কথা শোনা যাচ্ছিল।
শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ৪ উইকেটে জিতেছে ভারত। ২৫২ রানের লক্ষ্য তাড়ায় নামা ভারতকে জয়ের পথ দেখান ৮৩ বলে ৭৬ রান করা রোহিত। ম্যাচসেরাও হন তিনি। এরপর ভারতীয় অধিনায়ক নিজেই জানিয়ে দেন, 'আমি অবসর নিচ্ছি না। '
ভারতকে দ্বিতীয় আইসিসি শিরোপা জেতানো রোহিত বলেন, 'বলে রাখি, আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না, যাতে এটা নিয়ে কোনো গুজব না ছড়ানো হয়। ' এটা আসলে একটা প্রশ্নের উত্তর নয়, ঘোষণা ছিল। ম্যাচের পর হওয়া মিডিয়া কনফারেন্সে তিনি আবারও জানিয়ে দিয়েছেন যে, তিনি এখনই অবসর নেবেন না।
এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তর হিসেবে, তিনি হিন্দিতে বলেন, 'ভবিষ্যৎ পরিকল্পনা? কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেভাবে চলছে, সেভাবেই চলবে। ' এটা বলে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, খেলার প্রতি তার আগ্রহ ও মনোবল এখনও আগের মতোই শক্তিশালী।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ১৮০ রান করেছেন এবং এই আসরেই ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ২৭৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার রান এখন ১১ হাজার ১৬৮, গড় ৪৮.৭৬ এবং ৩২টি সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে তিনটি আবার ডাবল সেঞ্চুরি।
চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়েই রোহিতের অবসর নিয়ে আলোচনা হয় ক্রিকেটমহলে। কারণ এর আগে ২০২৪ সালের জুনে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি।
বিরাট কোহলিরও অবসর নেওয়ার গুঞ্জন ছিল, তবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করেছেন। পাঁচ ম্যাচে ২১৮ রান, যার মধ্যে একটি সেঞ্চুরি ছিল। রোহিতের মতো তিনিও গত জুনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমএইচএম