ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কোচ ও ক্রিকেটার হিসেবে গম্ভীরসহ যারা জিতলেন আইসিসি ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, মার্চ ১০, ২০২৫
কোচ ও ক্রিকেটার হিসেবে গম্ভীরসহ যারা জিতলেন আইসিসি ট্রফি ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে ভারত। আর কোচ হিসেবে এটিই প্রথম আইসিসি ট্রফি গৌতম গম্ভীরের জন্য।

খেলোয়াড় হিসেবেও আইসিসি ট্রফি জেতার রেকর্ড রয়েছে তার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিলেন তিনি।

গম্ভীরের মতো এই রেকর্ড রয়েছে রাহুল দ্রাবিড়েরও। ২০০২ সালে ক্রিকেটার হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলেন তিনি। সেবার ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। আর কোচ হিসেবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার।  

গম্ভীর ও দ্রাবিড় ছাড়াও এই রেকর্ড রয়েছে আরও তিন জনের। ১৯৯৯ ও ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসাবে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন ড্যারেন লেহম্যান। পরে কোচ হিসাবে ২০১৫ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন লেহম্যান। অস্ট্রেলিয়ার আর এক সাবেক ক্রিকেটার জিওফ মার্শ ১৯৮৭ সালে খেলোয়াড় ও ১৯৯৯ সালে কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন।

তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি কার্স্টেনও। ১৯৯৮ সালে ক্রিকেটার হিসাবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলেন তিনি। পরে ২০১১ সালে ভারতের কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন কার্স্টেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ