২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বিরাট কোহলিকে নিজের সুপারহিট মুভি 'পাঠান' এর গান 'ঝুমে জো পাঠান' গানের তালে নাচিয়েছিলেন শাহরুখ খান। বলিউড বাদশাহর সঙ্গে নাচে তাল মেলাতে হিমশিম খেয়েছেন কোহলি।
আসরের উধ্বোধনী ম্যাচে আজ শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৮ রান তুলতে পারে। জবাবে ৩ উইকেট হারিয়ে সেটি পেরিয়ে যায় বেঙ্গালুরু। ফলে ৭ উইকেটে জিতে যায় কোহলির দল।
লক্ষ্য তাড়ায় নেমে কোহলি ও ফিলিপ সল্টের ৮.৩ ওভার পর্যন্ত স্থায়ী ওপেনিং জুটিতে ৯৫ রান পায় সফরকারীরা। সল্ট ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৬ রান করে বিদায় নিলেও কোহলি হাল ধরে রাখেন শেষ পর্যন্ত। মাঝে দেবদূত পাডিক্কাল ১০ রান করে আউট হন।
তবে অধিনায়ক রজত পাতিদার মাত্র ১৬ বলে ৩৪ রান করে কোহলির কাজ সহজ করে দেন। বাকি পথ লিয়াম লিভিংস্টোনকে (৫ বলে ১৫* রান) নিয়ে পাড়ি দেন কোহলি। দল জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯* রান করেন কোহলি।
এর আগে কলকাতাকে লড়াই করার পুঁজি এনে দিয়েছিলেন নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে, সুনিল নারাইন ও আংক্রিশ রঘুবংশী। রাহানে ৩১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন। নারাইনের ব্যাট থেকে আসে ২৬ বলে ৪৪ রান। আর রঘুবংশী ২২ বলে করেন ৩০ রান।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমএইচএম