হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকবেন তামিম। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আজ মাঠে নেমেছিলেন তামিম। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল তামিমের দল। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল থেকে তামিমকে ঢাকায় আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যোগে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তা করা যায়নি। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়ে তার। পরে তার হার্টে রিং পরানো হয়। সফলভাবে রিং পরানোর পর তার শারীরিক পরিস্থিতি অনুকূলে আসে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমএইচএম