সাকিব আল হাসান ও তামিম ইকবাল নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের দুই কিংবদন্তি। সাকিব যেমন বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছিলেন, তামিম তেমন দেশের ইতিহাসের সেরা ওপেনার।
তবে তাদের দিন আর আগের মতো নেই। অনেকদিন থেকেই দুজনের অবস্থান প্রায় দুই মেরুতে। একে অপরের সঙ্গে কথাও বলেন না। তবে সেসব দূরে থেকে তামিমের সুস্থতায় দোয়া চেয়েছেন সাকিব।
কাকতালীয়ভাবে আজ সাকিবের ৩৮তম জন্মদিন। আর আজকেই তিনি শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তামিম জীবনযুদ্ধে লড়াই করছেন। একসময়ের বন্ধুর এমন সংবাদ শুনে কষ্ট পেয়েছেন সাকিব। দেশের এক সংবাদমাধ্যমকে বিশ্বের সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার বলেছেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবার যেন কঠিনটা সময়টা উতরে যেতে পারে। ’
আজ সকালের দিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আজ মাঠে নেমেছিলেন তামিম। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।
খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। তার হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতাল থেকে তামিমকে ঢাকায় আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যোগে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তা করা যায়নি।
স্ট্রোক করার পর তামিম ইকবালের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। যে কারণে তাকে ২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডিসি শক দিতে হয়েছে। তামিম যে পর্যায়ে চলে গিয়েছিলেন, সেখান থেকে তার ফেরার সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। খুব কম রোগীই সেখান থেকে ফিরে আসতে পারেন। এ পরে ওই হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়।
স্বস্তির কথা হচ্ছে, হার্টে রিং পরানোর পর তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্ঞান ফিরেছে তার। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমএইচএম