ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

সাদা বলে নিউজিল্যান্ডের প্রধান কোচ থাকছেন না স্টেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
সাদা বলে নিউজিল্যান্ডের প্রধান কোচ থাকছেন না স্টেড গ্যারি স্টেড/সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচ গ্যারি স্টেড এই গ্রীষ্মে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি আপাতত টেস্ট দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

 

৫৩ বছর বয়সী স্টেড ১৯৯৯ সালে ব্ল্যাক ক্যাপসের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার পর কোচিংয়ে পদার্পণ করেন। ২০০৮ সালে তিনি নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের কোচ হন এবং ২০১৮ সালে পুরুষ দলের দায়িত্ব গ্রহণ করেন।

স্টেডের অধীনে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, যেখানে ইংল্যান্ড ঐতিহাসিকভাবে সুপার ওভারে জয়ী হয়। এছাড়া, ২০২১ সালে তিনি নিউজিল্যান্ডকে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিয়ে যান এবং একই বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জয় করেন।

সম্প্রতি, স্টেডের নেতৃত্বে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ সম্পন্ন করেছে, যেখানে তারা ওয়ানডে এবং টি-২০ সিরিজ উভয়ই জিতেছে।

স্টেড তার পদত্যাগের ব্যাপারে বলেন, "আমি কিছু সময়ের জন্য ভ্রমণ জীবন থেকে বিরতি নিতে চাই এবং আমার ভবিষ্যত নিয়ে ভাবতে চাই। আমি এখন আমার বিকল্পগুলো মূল্যায়ন করতে চাই, তবে আমি এখনও কোচিংয়ে থাকতে চাই, যদিও সব ফরম্যাটে প্রধান কোচ হিসেবে নয়। "

তিনি আরও জানান, "এখন কিছু সময় আমার পরিবারের সঙ্গে আলোচনা করার পর, আমি আরও পরিষ্কার ধারণা পাবো যে টেস্ট দলের কোচ হিসেবে পুনরায় আবেদন করতে চাই কি না। "

স্টেডের চুক্তি জুনে শেষ হবে এবং তিনি সীমিত ওভারের দল থেকে পদত্যাগ করবেন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার এই পদে নিয়োগের জন্য আলোচিত হচ্ছেন।

নিউজিল্যান্ডের পরবর্তী মিশন হচ্ছে জুলাইয়ে জিম্বাবুয়ের সফর।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।