বেশ কয়েকবার কনকাশনে আক্রান্ত হয়েছেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ান এই ব্যাটার শেষ পর্যন্ত হার মানলেন অসুস্থতার কাছে।
চিকিৎসকদের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন পুকোভস্কি। আজ মেলবোর্নের এসইএন রেডিওতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন পুকোভস্কি।
‘আমি আর কখনও ক্রিকেট খেলব না। সাধারনভাবে বলতে গেলে, এই এক বছর আমার জন্য খুবই কঠিন ছিল। এই যাত্রার পুরোটা তুলে ধরতে আসলে কয়েক ঘণ্টা লেগে যাবে… তবে সাধারণ বার্তাটি হলো, কোনো পর্যায়ের ক্রিকেটেই আমি আর খেলব না। ’
ব্যাট হাতে পুকোভস্কির শুরুটা হয় দারুণ। বয়সভিত্তিক ক্রিকেট দারুণ সম্ভাবনাময় ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটেও ফর্মে ছিলেন। ২০২১ সালে ভারতের বিপক্ষে সিডনিতে অভিষেক হয় তার। প্রথম ইনিংসে ফিফটির দেখাও পান তিনি। ৬২ রান আসে তার ব্যাট থেকে। ফিল্ডিংয়ে নেমে কাঁধে ছোট পেয়ে ছাড়তে হয় মাঠ। এরপর…. আর ফেরা হয়নি এই ক্রিকেটারের।
জাতীয় দলে না পারলেও বয়সভিত্তিক ক্রিকেটে চেষ্টা চালিয়ে গেছেন পুকোভস্কি। তবে বার বার কনকাশন হতে হয়েছে তাকে। গত বছরের মার্চে ভিক্টোরিয়ার হোবার্টে শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে মাথায় চোট পান তিনি। এটিই শেষ… পরে আর মাঠেই ফেরা হয়নি।
মাঠ থেকে বিদায় নিলেও ক্রিকেট ছাড়ছেন না পুকোভস্কি। আগামী মৌসুমে ভিক্টোরিয়া প্রিমিয়ার ক্লাব মেলবোর্নের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। এটি অবশ্য নিশ্চিত করেছেন নিজেই।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
আরইউ