চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে দুর্দান্ত ছিলেন শ্রেয়াস আইয়ার। দেশের হয়ে আসরে সর্বোচ্চ স্কোরার তিনি।
আজ মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিততে দারুণ অবদান রাখা শ্রেয়াস আইয়ার দেশের হয়ে সর্বোচ্চ ১৭২ রান সংগ্রহ করেন। ৫৭.৩৩ গড়ে তার স্ট্রাইক রেট ছিল ৭৭.৪৭। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৪৫ রানের ইনিংস খেলে তিনি ফাইনালেও করেন বাজিমাত। ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শিরোপা জিততে অবদান রাখেন এই ব্যাটার।
ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ড হারলেও রাচিনের অবদান হালকা করে দেখার সুযোগ নেই। আসরে ৫০.৩৩ গড়ে ১০৬.৩৩ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ১৫১ রান। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে কেন উইলিয়ামসনের সঙ্গে ১৬৪ রানের জুটি গড়ে দলকে এনে দেন চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ সংগ্রহ। বল হাতেও অবদান রাখেন তিনি। কিপটে বোলিংয়ে ৩টি উইকেটও নেন।
রাচিনের সতীর্থ জ্যাকব ডাফি গত মাসে পাকিস্তানের বিপক্ষে বল হাতে আলো ছড়ান। পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানের জয়ে তার ছিলো বড় অবদান। পাঁচ ম্যাচে ৮.৩৮ গড়ে স্রেফ ৬.১৭ ইকোনোমিতে এই পেসার নেন ১৩ উইকেট। দারুন এই পারফরম্যান্সে র্যাংকিয়ের শীর্ষস্থানও দখল করেন তিনি। পরের ওয়ানডেতে আরও দুই উইকেট নিয়ে সর্বমোট ১৫ উইকেট নিয়ে মাস শেষ করেন নিউজিল্যান্ডের এই পেসার।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
আরইউ