বিশ্বকাপে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরেছে বাংলাদেশ নারী দল। গতকাল পাকিস্তান ‘এ’ দলকে তারা হারায় ১৬৭ রানে।
গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিগার সুলতানা ও ফারজানা হকের ফিফটিতে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ নারী দল। আগের ম্যাচেও আড়াইশর বেশি রান তাড়া করে জিতেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইশমা তানজিম ও শারমিন আক্তার দ্রুত বিদায় নেন। এই চাপ সামলে তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন দলের সবচেয়ে ফারজানা ও নিগার সুলতানা। ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়ে মাঠ ছাড়েন ফারজানা। আর ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন অধিনায়ক নিগার।
শেষদিকে ৮ চারে ৩৪ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রান। পাকিস্তান ‘এ’ দলকে অল্প রানে আটকানোয় ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
আরইউ