ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ চলাকালীন অসুস্থ আম্পায়ার গাজী সোহেল, দায়িত্বে রিজার্ভ আম্পায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
ম্যাচ চলাকালীন অসুস্থ আম্পায়ার গাজী সোহেল, দায়িত্বে রিজার্ভ আম্পায়ার গাজী সোহেল/সংগৃহীত ছবি

তামিম ইকবালের অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল।

আজ বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালনের সময় হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি।

মাঠ ছাড়ার পরপরই তাকে বিকেএসপির মেডিক্যালে নেওয়া হয়।

আম্পায়ার্স কমিটির একজন সদস্য জানান, “গাজী সোহেলের রক্তচাপ পরীক্ষা করা হলে তা স্বাভাবিক ছিল, তবে তার হৃদস্পন্দন ছিল বেশ দ্রুত। তাই সতর্কতা হিসেবে তাকে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রাখা হয়েছে। ”

মাঠে গাজী সোহেলের পরিবর্তে রিজার্ভ আম্পায়ার শফিকউল্লাহ আহমেদ দায়িত্ব পালন করছেন।

এর মাত্র কদিন আগেই, ২৪ মার্চ, একই মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল। দ্রুত তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষা করলে জানা যায়, তার হৃদযন্ত্রে ব্লক রয়েছে এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়। বর্তমানে তিনি চেকআপের জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।

ডিপিএলের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে পরপর এ ধরনের ঘটনা ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।