ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলে সন্দেহজনক খেলা নিয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
ডিপিএলে সন্দেহজনক খেলা নিয়ে তোলপাড় সন্দেহজনক আউটের মুহূর্ত/সংগৃহীত ছবি

২০২৫ বিপিএলের ফিক্সিং তদন্তের পর থেকে ক্রিকেটাররা আরও সতর্ক হওয়ার আশা ছিল, কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের শেষ দিকে কিছু ম্যাচে সন্দেহজনক ঘটনা ঘটছে। ঈদের পর কিছু ম্যাচে নিচের দিকে থাকা দলগুলো মাঝামাঝি অবস্থানে থাকা দলের বিরুদ্ধে জিতছে, যা অনেকের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

৯ম রাউন্ডে গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে রূপগঞ্জের ব্যাটিং কৌশল নিয়ে সন্দেহ উঠেছিল, এবং এমনটি মনে হয়েছিল যে গাজীকে জেতানোর জন্য ম্যাচের নিয়ন্ত্রণে ছাড় দেওয়া হয়েছে।

আজ মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচেও কিছু অস্বাভাবিক দৃশ্য দেখা গেছে। যেমন, রহিম আহমেদ উইকেট ছাড়িয়ে স্টাম্পড হন এবং সাব্বিরও অবাক করে স্ট্যাম্পড হন। এই দুই আউটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান আজাদ লিখেছেন, ‘চা পানের দাওয়াত রইল’।  

কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপিএল’।

পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কেউ নেতিবাচক ক্রিকেট খেলছেন। তিনি বলেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে। ’

ক্রিকেটার শামসুর রহমান শুভ লিখেছেন, ‘সিরিয়াসলি শেম। ’ 

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।