ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারদের এমন আউট দেখে অবাক হয়েছেন কোচ সুজনও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
ব্যাটারদের এমন আউট দেখে অবাক হয়েছেন কোচ সুজনও ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুই ব্যাটারের আউট নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছে বিসিবি।

তবে অভিযোগ উঠেছে গুলশান ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের দুই ব্যাটার স্বেচ্ছাকৃতভাবে আউট হয়েছেন। কারণ দুটি ক্লাবই বেক্সিমকো গ্রুপের। এক ক্লাবকে সুবিধা দিতে অন্য ক্লাবের ব্যাটার এমন আউট হয়েছেন।  

তবে শাইনপুকুরের কোচ খালেদ মাহমুদ সুজন দাবি করেন তাদের টিম ম্যানেজমেন্ট থেকে আউট হওয়া বা ম্যাচ হারের বিষয়ে কোন সম্পৃক্ততা নেই। বরং তিনি অবাক হয়েছেন এমনভাবে ব্যাটাররা আউট হওয়ায়।  

এই ব্যাপারে তিনি বলেন, ‘রহিম আমার একাডেমির খেলোয়াড়। ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোরা মেরে আউট হচ্ছিস কেন? ওরা বলেছে, বল মিস করে গেছে। সাব্বির আমার একাডেমির খেলোয়াড়রা না, তবে ওকে ভালোভাবেই চিনি। কেন ওই সময়ে ওইভাবে আউট হয়েছে, আমি তো বলতে পারব না। ’

সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিষয়টি অন্যভাবে করার কথা বলতেন সুজন। কিন্তু ব্যাটারদের এমন আউট দেখে খারাপই লেগেছে তার। তিনি বলেন, ‘সবাই যেভাবে চিন্তা করছে দুটো দলই আমাদের। বিষয়টি মিউচুয়ালি হলে আমি ওই দলের কোচকে বলে দিতাম তিনশ রান করার সুযোগ দিতে। তাদেরকে ১০০ রানে অলআউট হতে বলতাম। যাতে রানরেট ভালো থাকে। সাব্বির ওইভাবে আউট হয়েছে, সেখানে আমাদের ভূমিকা কী? জানি না কেন এসব প্রশ্ন তুলছে। আসলে চোখে দেখে খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। ’

এদিকে বিষয়টি নিয়ে সুজনকে এসিইউ জিজ্ঞাসাবাদ করবে কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। এছাড়া যারা আউট হয়েছেন তাদেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।