পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আর অভিষেকেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশি এই লেগ স্পিনার।
গতকাল রাতে রাওয়ালপিণ্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচায় রিশাদ নেন ৩ উইকেট। ‘ডট’ বল দেন ১০টি। সপ্তম ওভারে বল করতে এসে রিশাদ দেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তিনি নেন রাইলি রুশোর উইকেট। দারুণ গুগলিতে বোল্ড করেন তাকে। দেন ৯ রান। পরের ওভারেও সমান রান খরচ করেন তিনি। শেষ ওভারে দুটি উইকেট নিয়ে অভিষেক রাঙান এই স্পিনার। মোহাম্মদ আমিরকে বোল্ড ও আবরারকে ক্যাচ আউট করেন।
দারুণ বোলিং করা রিশাদের প্রশংসা করতে ভুলেননি লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দলে রিশাদকে যোগ করায় অনেক ভালো হয়েছে। আমরা মিডল অর্ডারে একজন বোলার চেয়েছি, যে উইকেট নেবে। এই লক্ষেই রিশাদকে দলে নিয়েছি। আর সেটিরই প্রমাণ দিল রিশাদ। ’
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ২১৯ রান সংগ্রহ করে লাহোর। পরে কোয়েটাকে ১৪০ রানে গুটিয়ে দিয়ে ৭৯ রানের দারুণ জয় পায় শাহিন শাহ আফ্রিদির দল।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরইউ