সিলেট টেস্ট সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। স্বাগতিক সুবিধা তো আছেই, এবার লক্ষ্য মাঠের খেলায় সেই সুবিধাকে কাজে লাগানো।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে বেশ সিরিয়াস ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুই সেশনজুড়েই নেটে ব্যাটিং-ব্যাপারে নিবিষ্ট ছিলেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক।
অন্যদিকে, বল হাতে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলামরা।
এদিকে চার বছর পর পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালে দুই দলের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবারও সিলেটে প্রথম টেস্টে শান্ত-মুমিনুলদের মুখোমুখি হবে আফ্রিকান দলটি।
অনুশীলন শেষে টিম হোটেলে ফেরার সময় টাইগারদের মধ্যে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। পুরো দলের অনুশীলনে মনোযোগ ও বডি ল্যাংগুয়েজই যেন ইঙ্গিত দিচ্ছে—এবারও জয় পেতে চাইছে বাংলাদেশ।
তবে পাঁচ দিনের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম