ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজ এলাকার মানুষের জন্য হাসপাতালের দাবি জানালেন শরিফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
নিজ এলাকার মানুষের জন্য হাসপাতালের দাবি জানালেন শরিফুল শরিফুল ইসলাম/সংগৃহীত ছবি

কখনও কখনও খ্যাতি মানুষকে বদলে দেয়। নাম, যশ আর প্রতিপত্তির মাঝে অনেকেই ভুলে যান নিজের শিকড়।

তবে জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম সেসবের ব্যতিক্রম উদাহরণ। দেশের জার্সিতে মাঠ কাঁপানো এই তরুণ সবসময় নিজের শিকড়, নিজের এলাকা পঞ্চগড়কে নিয়েই ভাবেন—আর সেটা তিনি প্রমাণ করে যাচ্ছেন বারবার।

আজ (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগী পোস্ট দিয়েছেন শরিফুল। সেখানে তিনি তার এলাকার মানুষের স্বাস্থ্যসেবার দুরবস্থার কথা তুলে ধরে একটি আধুনিক হাসপাতালের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শরিফুল লেখেন, “আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত। আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। ”

শরিফুলের এমন মানবিক আহ্বানে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই দারুণ সাড়া মিলেছে। অনেকেই তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।