মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে—ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি গ্যালারির নাম রাখা হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার নামে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এমসিএ-র বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, মুম্বাই ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় অবদান রাখা দুই বিশিষ্ট ব্যক্তিত্ব—সাবেক ভারত অধিনায়ক অজিত ওয়াদেকর এবং সাবেক এমসিএ সভাপতি শরদ পাওয়ার—এর নামেও স্টেডিয়ামের নির্দিষ্ট গ্যালারি উৎসর্গ করা হবে।
এমসিএ-র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, "স্ট্যান্ডগুলির নামকরণের প্রস্তাবটি প্রথম দেন মি. মিলিন্দ নারভেকার, এবং তা সমর্থন করেন মি. জিতেন্দ্র আওহাদ। "
নতুন নাম অনুযায়ী ডিভেচা প্যাভিলিয়নের তৃতীয় তলা এখন থেকে পরিচিত হবে রোহিত শর্মা স্ট্যান্ড হিসেবে। গ্র্যান্ড স্ট্যান্ডের তৃতীয় তলার নাম হবে শরদ পাওয়ার স্ট্যান্ড। চতুর্থ তলাটি নাম পাবে অজিত ওয়াদেকর স্ট্যান্ড হিসেবে।
প্রয়াত এমসিএ সভাপতি অমল কালে'র স্মরণে, স্টেডিয়ামের ম্যাচ-ডে অফিসটির নতুন নাম রাখা হয়েছে এমসিএ অফিস লাউঞ্জ।
এমসিএ জানিয়েছে, “মুম্বাই ক্রিকেটের ইতিহাসে যারা নিজেদের অমলিন ছাপ রেখে গিয়েছেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ। এই গ্যালারিগুলো কেবল নাম নয়, বরং প্রজন্মের পর প্রজন্মের জন্য তাদের অবদানের স্মারক হয়ে থাকবে। ”
এছাড়াও, সভায় আরেকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সংশ্লিষ্ট ক্লাবগুলোর জন্য বরাদ্দ অর্থ বাড়িয়ে ৭৫ কোটি টাকা করা হয়েছে, যা ভবিষ্যতে ১০০ কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই অর্থ ব্যবহার করে মুম্বাই শহর জুড়ে তৃণমূল স্তরে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় গড়ার কাজ হবে।
এমসিএ-র সভাপতি অজিঙ্ক্য নাইক বলেন, “আজকের সিদ্ধান্তগুলো শুধু সম্মান প্রদর্শন নয়, বরং ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতিও। এই গ্যালারি ও লাউঞ্জগুলো মুম্বাই ক্রিকেটের আত্মাকে স্মরণ করাবে—যা তৈরি হয়েছে ইটে ইটে, রানে রানে। ”
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম