ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

১১৮ বছর পর অলিম্পিকে থাকবে ক্রিকেট, ভেন্যু হবে কোথায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
১১৮ বছর পর অলিম্পিকে থাকবে ক্রিকেট, ভেন্যু হবে কোথায়

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিক গেমসে ছিল ক্রিকেট ইভেন্ট। এরপর আর হয়নি।

১১৮ বছর পর ফের অলিম্পিকে ফিরছে এই ইভেন্টটি। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকবে ক্রিকেট। পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দল লড়বে স্বর্ণপদকের জন্য।

যুক্তরাষ্ট্রের পোমানাতে অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণের ব্যাপারে জানায়, ‘ক্রিকেট (টি-টোয়েন্টি) বিশ্বব্যপী একটি জনপ্রিয় ইভেন্ট যা ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে। ’

এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারো এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এলএ২৮’এ ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে। ’

শেষবার ১৯০০ সালে অলিম্পিক ক্রিকেটের স্বর্ণপদক জিতে গ্রেট ব্রিটেন। আর রানার্সআপ হওয়া অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন জিতে নেয় রৌপ্য। পরে ১৯৮৬ সালে অ্যাথেন্স অলিম্পিকে রাখা হয় ক্রিকেট। তবে পর্যাপ্ত পরিমাণ দল না থাকায় মাঠে গড়ায়নি ইভেন্টটি।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।