গত কয়েকদিন ধরে তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে আলোচনা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সমাধান দেওয়া হলেও তা শেষ হচ্ছে না।
আজ বিসিবিতে তামিমের ডাকে মোহামেডানের ক্রিকেটার ছাড়াও অন্য দলেরও অনেকজন হাজির হন। লম্বা সময় ধরে চলে বৈঠক। সেখানে কি আলোচনা হয়েছে এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানেই হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তির বিষয়টি হাস্যকর বলেন তিনি।
তামিম বলেন, ‘তাওহীদ হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন কেউ নিয়ে কোনো কথা বলেনি। কিছুদিন পর তার শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হয়েছে। বিসিবি এটা করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি। এক ম্যাচ শাস্তি ভোগ করার পর সে দুই ম্যাচ খেলল। তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। ’
‘দুই ম্যাচ খেলার পর গতকাল আমরা শুনেছি তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে করা হয়েছে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়। ’
গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে হৃদয়ের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এই ব্যাটার। যে কারণে শাস্তি বেড়ে দুদিন করা হয়। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরইউ