চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত একটি ইনিংস খেললেন মেহেদি হাসান মিরাজ। চার বছর পর টেস্টে দেখা পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় শতকের, আর তার এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ পেল বড় লিড।
জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৪৪ রানে। ফলে প্রথম ইনিংসে টাইগারদের লিড দাঁড়ায় ২১৭ রান।
নিচের দিকে দাঁড়িয়ে লড়লেন মিরাজ
ইনিংসের মাঝপথে ২৯১ রানে ৭ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তখন লিড ছিল মাত্র ৬৪ রান। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে দৃঢ়তা দেখান মিরাজ।
প্রথমে তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে গড়েন ৬৩ রানের জুটি। এরপর নবম উইকেটে অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন প্রায় শতরানের আরেকটি মূল্যবান জুটি।
তানজিম বিদায় নেন ৪১ রান করে, তখন মিরাজ মাত্র ২ রানের দূরত্বে সেঞ্চুরির। শেষ উইকেটে হাসান মাহমুদের সঙ্গে জুটি বেঁধে মিরাজ সেঞ্চুরির গন্তব্যে পৌঁছান। শেষ পর্যন্ত ১৬২ বল খেলে ১০৪ রানে থামেন তিনি।
প্রথম দিন সাদমান, দ্বিতীয় দিন মিরাজ
টেস্টের দ্বিতীয় দিনে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ তুলেছিল শক্ত ভিত। তবে চতুর্থ দিনে এসে সেই ভিতকে দৃঢ় করেন মিরাজ। দিনের শুরুতে হাতে ছিল মাত্র তিনটি উইকেট। সেখান থেকেই বাংলাদেশ ইনিংসকে নিয়ে যায় ৪৪৪ রানে, পায় বড় লিড।
এমএইচএম