ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

রিপনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে শাস্তির মুখে এনতুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মে ২৮, ২০২৫
রিপনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে শাস্তির মুখে এনতুলি ছবি: সংগৃহীত

চার দিনের টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ম্যাচে দেখা গেল এক অপ্রীতিকর দৃশ্য। খেলাধুলার চিরচেনা সৌহার্দ্যকে ভেঙে দিয়ে মাঠেই দুই খেলোয়াড় জড়িয়ে পড়েন শারীরিক বিরোধে।

ঘটনাটি ঘটে ম্যাচের ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই সামনে এগিয়ে এসে দুর্দান্ত এক ছক্কা হাঁকান বাংলাদেশের পেসার-ব্যাটার রিপন মণ্ডল। কিন্তু ছক্কা হজম করার পর মেনে নিতে পারেননি এনতুলি। পরের মুহূর্তেই আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে এসে রিপনকে ধাক্কা দেন তিনি।

রিপন প্রথমে শান্ত থাকার চেষ্টা করলেও এনতুলির আগ্রাসন থামেনি। একপর্যায়ে তিনি রিপনের হেলমেট ধরে টান দেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়, যা থামাতে মাঠে দৌড়ে আসেন আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার।

এই ম্যাচটি যদিও প্রথম শ্রেণির স্বীকৃতি পায়নি, তারপরও এমন আচরণ শৃঙ্খলাভঙ্গ হিসেবেই বিবেচিত হওয়ার কথা। দুই ক্রিকেটারকেই শাস্তির মুখে পড়তে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন রিপন মণ্ডল। ৮১ বলে ৪৩ রানের লড়াকু ইনিংসে দলের বড় সংগ্রহে অবদান রাখেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দল তোলে ৩৭১ রান। শেষ পর্যন্ত রিপনকে আউট করেন সেই এনতুলিই।

ঘরোয়া ক্রিকেটের মঞ্চে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিঃসন্দেহে হতাশাজনক। ম্যাচ শেষে এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।