ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

ক্রিকেট

বৈষম্যের অভিযোগ নাকচ করল কোয়াব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ৮, ২০২৫
বৈষম্যের অভিযোগ নাকচ করল কোয়াব সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (সিডাব্লিউএবি) আহ্বায়ক সেলিম শহীদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে নারী ক্রিকেটারদের অংশগ্রহণে কোনো বিধিনিষেধ নেই। জাতীয় নারী ক্রিকেটারদের পক্ষ থেকে ওঠা লিঙ্গবৈষম্যের অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন।

সিডাব্লিউএবি সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগে সাবেক জাতীয় নারী ক্রিকেটার রুমানা আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, সংস্থার কর্মকাণ্ডে নারী ক্রিকেটারদের সম্পৃক্ততা নেই।

রুমানার ভাষায়, ‘যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা নরী ক্রিকেটারদের কে কোন প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা তাহলে কেন? আমরাও তো এ দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লীগ যেমন- মেয়েদের আইপিএল, মেয়েদের বিগ ব্যাশ লিগ, মেয়েদের পিএসএল খেলে, সেখানে আমরা এটা (মেয়েদের বিপিএল) নিয়ে আলোচনা করতে করতে থেমে যায়। বারবার একইভাবে পরের বছর বলে বলেই থেমে যায়। যদিও আমাদের ছেলেদের বিপিএল এখনো  দাঁড়াতে পারিনি। কিন্তু এই দায়ভার কার?’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও, কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট তারাই বা কোথাও এখন? তামিম, সাকিব, মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে; সালমা, রুমানা, জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী পুরুষের বৈষম্য দূর করব?কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরী করব? এত বছর ক্রিকেট ক্যারিয়ারের এইটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি। ’

জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানাও ফেসবুকে সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়ে বিষয়টিতে ইঙ্গিত করেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু। ’

সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শহীদ (যিনি বর্তমানে সিডাব্লিউএবির অ্যাড-হক কমিটির আহ্বায়ক) অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘সাবেক বা বর্তমান—যে কোনো জাতীয় ক্রিকেটার (পুরুষ বা নারী) নির্ধারিত ফি দিয়ে আজীবন সদস্য হতে পারেন এবং ভোটাধিকার পাবেন। যোগ্যতা পূরণ করলে নারী ক্রিকেটাররা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও পারবেন। আমরা নারী ক্রিকেটারদের সদস্য হতে এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করছি। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।