ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

খুলনাকে হারিয়ে এনসিএল চ্যাম্পিয়ন রংপুর 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, অক্টোবর ১২, ২০২৫
খুলনাকে হারিয়ে এনসিএল চ্যাম্পিয়ন রংপুর 

ফাইনাল ম্যাচে খুলনার হয়ে কেবল লড়লেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আর শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্যামিও ইনিংসে মোটামুটি সংগ্রহ পায় দলটি।

এই রান তাড়া করতে নেমে খুব বেশি বেগ পোহাতে হয়নি রংপুরকে। নাসির হোসেন ও নাঈম ইসলামের ঠান্ডা মাথার ইনিংসে শিরোপা নিজেদের ঘরে তোলে তারা।  

আজ এনসিএলের ফাইনাল ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় রংপুর। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে খুলনা। জবাব দিতে নেমে এই রান ৩ ওভার হাতে রেখেই তাড়া করে ফেলে রংপুর।  

দ্বিতীয় ওভারে ইমরানউজ্জামানকে হারিয়ে শুরু হয় খুলনার ইনিংস। আরেক ওপেনার সৌম্য সরকারও সুবিধে করতে পারেননি। ৮ রানে বিলিয়ে দেন উইকেট। তিনে নামা আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ১২ রান। চারে নেমে প্রতিরোধ গড়েন মিথুন। তবে অপরপ্রান্তে আফিফ ১৪ ও শেখ পারভেজ ৮ রানে বিদায় নেন।  

লড়তে থাকা মিথুন অবশ্য পঞ্চাশের দেখা পাননি। ৩২ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষদিতে ১৩ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন মৃত্যুঞ্জয়। শেষদিকে ৭ বলে অপরাজিত ১১ রান করেন নাহিদুল।  

রান তাড়ায় নেমে শুরুটা ভালো করে রংপুর। তবে ওপেনার জাহিদ জাভেদ ২৪ বলে ২৭ রান করে শিকার হন পারভেজ জীবনের। এরপর জুটি গড়েন নাসির ও নাঈম। দলকে জয়ের ভিত গড়ে দেন তারা। ৩১ বলে ৪৬ রান করে নাসির বিদায় নিলে নাঈমের সঙ্গে বাকি কাজটা সেরে ফেলেন আকবর আলী। ৩২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন নাঈম। ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন আকবর আলী।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।