ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লায়নের গর্জনে তৃতীয় দিন অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
লায়নের গর্জনে তৃতীয় দিন অস্ট্রেলিয়ার

মেলবোর্ন: বোলাররাই ছড়ি ঘুরাচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তবে নাথান লায়নের বোলিং তোপে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় শেষ করেছে।

দুই দিন হাতে রেখে অস্ট্রেলিয়া লক্ষ্য পেয়েছে ২৩১ রানের। বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে কাজটা এগিয়ে রেখেছে স্বাগতিকরাই। ইংল্যান্ড বোলাররা তোপ দাগাতে না পারলে বল‍া চলে চতুর্থ টেস্টটিও জিততে যাচ্ছে অসিরা।

তৃতীয় দিন শেষে
ইংল্যান্ড: প্রথম ইনিংস- ২৫৫/১০, দ্বিতীয় ইনিংস- ১৭৯/১০
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ২০৪/১০, দ্বিতীয় ইনিংস- ৩০/০ (৮ ওভার)

এক উইকেট হাতে রেখে ১৬৪ রানে শনিবার প্রথম ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। ব্রাড হাডিনের ১৬তম ফিফটি ও নাথান লায়নের সঙ্গে ৪০ রানের জুটিতে ইনিংস ব্যবধান কিছুটা কমাতে সমর্থ হয় তারা। জেমস এন্ডারসনের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসে বল তুলে দেন হাডিন। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ৬৫ রানের সেরা ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। আগের দিন ৬১ রান করেন ক্রিস রজার্স।

১৮ রানে টিকে ছিলেন লায়ন। প্রথম ইনিংসে অপরাজিত থাকা ডানহাতি এই স্পিনাররাই দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ব্যাটিং বিপর্যয় ঘটান।

ইংল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে বল হাতে সবচেয়ে বেশি চার উইকেট পান জেমস এন্ডারসন। তিনটি নেন স্টুয়ার্ট ব্রড ও দুটি টিম ব্রেসন্যান।

৫১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়ে শুভ সূচনার ইঙ্গিত দেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল কারবেরি।

৩৫তম টেস্ট ফিফটি হাঁকিয়ে মিচেল জনসনের এলবিডব্লুর শিকার হন কুক। অসি বোলারদের কাছে ইংলিশরা বিধ্বস্ত হলে তার ৫১ রানই হয়েছে ইনিংস সেরা।

এরপর ২২ রান যোগ করতে আরও তিনটি উইকেট হারায় ইংলিশ ব্যাটসম্যানরা। আর শেষ পাঁচ উইকেট খুঁইয়েছে মাত্র ৬ রানে। কেভিন পিটারসেন দ্বিতীয় সেরা ৪৯ রানে লায়নের শিকার হন।

লায়ন ১৭ ওভারে ৫০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তিনটি পান জনসন।

শেষ বিকেলে খেলতে নেমে অসি ওপেনার রজার্স ১৮ ও ডেভিড ওয়ার্নার ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।